Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯তম সিজনে ১৯টি অনুষ্ঠান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৯:৪০

দেশের অন্যতম জনপ্রিয় এবং একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত। চ্যানেলটি বরাবরই সিজন ধরে তাদের অনুষ্ঠান সাজায়। প্রতিটি সিজনের আগেই বিস্তারিত সেই আয়োজন প্রসঙ্গে আগাম জানায়।

সেই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর থেকে চ্যানেলটিতে শুরু হতে যাচ্ছে ২৯তম সিজনের নতুন সব অনুষ্ঠানমালা। চ্যানেলটির গণমাধ্যম বার্তাবাহক মহসিনা আফরোজ জানান, এবারের সিজনে ১৯টি নতুন অনুষ্ঠান যুক্ত হচ্ছে দুরন্ত বহরে। যেগুলো দেখলে শিশুদর্শক তো বটেই, পরিবারের সদস্যরাও মুগ্ধ ও বিস্মিত হবে। অনুষ্ঠানগুলোর বিস্তারিত তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

বালু ছবির গল্প

এটি মূলত একটি গল্প বলার অনুষ্ঠান। এখানে দেশী-বিদেশী রূপকথার গল্প হাস্যরসাত্মক ও শিক্ষামূলকভাবে চিত্রায়িত হয়েছে স্যান্ড আর্ট এর মাধ্যমে। গল্পের চরিত্রগুলো নানা রকম মোশন, ড্রয়িং টেকনিক, ডায়লগের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে।

অনুষ্ঠানটিতে ৩টি অ্যানিমেটেড চরিত্র দেখা যাবে। চরিত্র ৩টি হলো- ব্যাঙ্গমা, ব্যাঙ্গমী ও গাছ দাদু। ব্যাঙ্গমা, ব্যাঙ্গমী নামে রূপকথার দুটি কাল্পনিক পাখি একটি গাছের ডালে বসে নানান গল্পে মেতে ওঠে। গাছটিও একটি জীবন্ত চরিত্র যে ব্যাঙ্গমা, ব্যাঙ্গমীর এই আড্ডায় অংশগ্রহণ করে। গাছ আর পাখিদের এই আড্ডায় ওরা একে অপরকে নানান গল্প শোনায়। সেই গল্পগুলোই স্যান্ড আর্ট এর মাধ্যমে দেখানো হয়েছে। ২৬ পর্বের এই অনুষ্ঠানটির প্রতি পর্বে ২ থেকে ৩টি গল্প থাকবে।

অনুষ্ঠানটির স্যান্ড আর্টিস্ট শিল্পীরা হলেন হরেন্দ্র নাথ রায়, জয়া মজুমদার এবং উম্মে হাবিবা লিরা।

‘বালু ছবির গল্প’ পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি প্রচার হবে ১ নভেম্বর থেকে শুক্রবার ও শনিবার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

মীনা

দুরন্ত টিভিতে আসছে জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মীনা’। দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ‘মীনা’। শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন সিরিজটি নির্মিত হয়। ১৯৯৩ সালে এটি প্রথম টিভিতে প্রচার হয়। কার্টুনটির প্রধান চরিত্র মীনা ৯ বছর বয়সী একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ে, যে তার গ্রামের বিভিন্ন পরিবর্তনের জন্য কাজ করে। মিনার সব কাজে সাথে থাকে তার ভাই রাজু আর তার পোষা পাখি মিঠু।

দুরন্ত টিভিতে ‘মীনা’ কার্টুন সিরিজটি প্রচার হবে ১ নভেম্বর থেকে, শুক্রবার ও শনিবার সকাল ৭টায় ও দুপুর ১টায়।

মজার কাণ্ড তায়কোয়ানদো

দুরন্ত টিভির ২৯তম সিজনে আসছে মার্শাল আর্ট শেখার অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’। অনুষ্ঠানটিতে দেখা যাবে একজন প্রশিক্ষক তায়কোয়ানদো’র নানা কৌশলের সাথে আত্মরক্ষার সহজ কৌশলগুলো শিশুদের দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল শিশুরা অনুশীলন করবে।

এটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। প্রচার শুরু হবে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ও রাত ৯টায়।

রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ১

গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ১’ আসছে নতুন সিজনে। এই অনুষ্ঠানে শিশুদের উপযোগী মোট ১৩টি গান শেখানো হবে। ৩ জন সংগীতশিল্পী ৩ ধরনের গান শিশুদের শেখাবেন। দেবলীনা সুর শেখাবেন লোক সঙ্গীত, চম্পা বণিক শেখাবেন দেশের গান এবং আবিদা সুলতানা শেখাবেন ছড়াগান। গান শেখানোর পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে মজার মজার বিভিন্ন ক্রাফট তৈরির কৌশল দেখানো হয়।

এটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার এবং জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি প্রচার হবে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে।

দ্য ইংলিশ ক্লাব

দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দি ইংলিশ ক্লাব’ আসছে নতুন সিজনে। এটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে শিশুদের একটি ক্লাবের আদলে। যে ক্লাবে শিশুরা খেলাধুলা, ছবি আঁকা ও নাচ-গানের মাধ্যমে আনন্দের সাথে ইংরেজি শেখে ও চর্চা করে। শিশুদের সাথে ৩ জন আপুমনি এসব কার্যক্রমে অংশগ্রহণ করে ইংরেজি শেখান। আপুমনি ভূমিকায় অভিনয় করেছেন নাজীবা বাশার, কুহু মান্নান ও ক্যারোলিনা সাইরাস। এছাড়া অনুষ্ঠানটিতে অভিনয় করেছেন – শাহনাজ খুশি, আরিফ হোসেন আপেল প্রমুখ।

‘দ্য ইংলিশ ক্লাব’, পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। প্রচার শুরু হবে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।

পিকলু অ্যান্ড পাই

মামা ভাগনে পিকলু আর পাই। সারাক্ষণ একসাথে বন্ধুর মতো চলে আর ডিটেকটিভ অনুসন্ধান চালায়। মামা সিনেমা বানানোর স্বপ্নে গল্প লিখে যায় আর ভাগনে পাই সব কেবল অঙ্ক দিয়ে হিসেব করে। পিকলু ও পাই এর মজার সব ঘটনা নিয়ে নতুন নতুন গল্প উঠে আসবে ‘পিকলু অ্যান্ড পাই’ ধারাবাহিক নাটকে।

গৌতম কৈরী পরিচালিত ‘পিকলু অ্যান্ড পাই’ ধারাবাহিক নাটকে পিকলু ও পাই চরিত্রে দেখা যাবে মীর নওফেল আশরাফি জিসান ও আরিয়ান মোহাম্মাদ দিহান-কে। নাটকটি শুরু হচ্ছে ২৭ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে ও রাত ৮টায়।

রাঁধিবাড়ি খাইদাই

দুরন্ত টিভির রান্না, খাদ্য ও পুষ্টি বিষয়ক নাটক ‘রাঁধিবাড়ি খাইদাই’। নাটকটির নতুন সিজনে দেখা যাবে একটি যৌথ পরিবারের প্রতিদিনের গল্প, তাদের রান্না, দৈনন্দিন খাদ্য তালিকা, আনন্দ-উৎসব উদযাপন ও সম্পর্কের গল্প। এই বাড়ির শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই বাসার রান্নায় আনন্দ নিয়ে অংশগ্রহণ করে। নাটকটিতে শিশুদের স্বাভাবিক ও সহজাত প্রশ্নের মাধ্যমে খাবারের পুষ্টি ও রান্না বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

‘রাঁধিবাড়ি খাইদাই’ নাটকে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে আফ্রিদা জান্নাত, প্রফুল্ল অংশুমান, নাজাহ আলাইনা, তাকবীর চৌধুরী তাশান ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছে সাবেরী আলম, লারা লোটাস, আশীষ ভট্টাচার্য্য প্রমুখ। পরিচালনা করেছেন ফরিদা লিমা। নাটকটি প্রচার হবে ১ নভেম্বর থেকে, শুক্র ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টায়।

মীয়া অ্যান্ড মি

মীয়া তার জন্মদিন উপলক্ষে বাবার কাছ থেকে একটি রূপকথার বই আর একটি ব্রেসলেট উপহার পায়। সেই বই আর ব্রেসলেটের আছে জাদুকরী ক্ষমতা। বই থেকে সে জানতে পারে পরীর রাজ্য সেন্টোপিয়া সম্পর্কে। ব্রেসলেটের সাহায্যে মীয়া চলে যেতে পারে সেন্টোপিয়া রাজ্যে। সেখানে তার বন্ধুত্ব হয় ফুডেল, ইউকো এবং রাজপুত্র মো-এর সাথে। সেন্টোপিয়ায় আরও বাস করে গারগোনা নামের এক দুষ্টু ডাইনী। দুষ্টু ডাইনির হাত থেকে সেন্টোপিয়াকে রক্ষা করার দুঃসাহসিক অভিযানের গল্প ‘মীয়া অ্যান্ড মি’।

দুরন্ত টিভিতে কার্টুন সিরিজটি শুরু হচ্ছে ২৭ অক্টোবর থেকে, প্রচার জবে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

প প্যাট্রোল

অ্যাডভেঞ্চার বে শহরে বসবাস করে রাইডার ও তার ৭ বিশেষ কুকুরছানার দল। রাইডার এই ৭ কুকুরছানাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে কেউ দমকলকর্মী, কেউ পুলিশ আবার কেউ নির্মাণ শ্রমিক। দুষ্টু মেয়র হামডিংগার এর দুষ্টু কৌশল থেকে শহরকে বাঁচানোর এবং আরও অনেক মজার অভিযান নিয়ে কার্টুন ‘প প্যাট্রোল’।

কার্টুন সিরিজটি শুরু হবে ২৭ অক্টোবর, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট ও বিকাল ৫টায়।

ট্রি ফু টম

টম তার জাদুর বেল্টের সাহায্যে চলে যায় ট্রিটোপলিস নামক এক জাদুর দেশে। সেখানে টম ও তার বন্ধুদের দুঃসাহসিক সব অভিযান চলে। কোন বন্ধু বিপদে পড়লে টম উড়ে চলে যায়, উদ্ধার করে বাঁচিয়ে আনে। টমের সাথে থাকে তার বন্ধু টুইক্স। কল্পনা, জাদু আর দারুণ গল্পের সংমিশ্রণ ‘ট্রি ফু টম’ সিরিজের সব গল্প।

কার্টুনটি শুরু হচ্ছে ২৭ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

সারাবাংলা/এজেডএস

দুরন্ত টিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর