পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮
গেল এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন-২’ মুক্তির মধ্য দিয়ে পাকিস্তানে বাংলাদেশি ছবি মুক্তির শুরু। এবার সেখানে যাচ্ছে শাকিব খান অভিনীত বাংলাদেশি সিনেমা ‘তুফান’। পাকিস্তানে ছবিটি দেখা যাবে উর্দুতে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।
‘তুফান’ ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘ইতিমধ্যে ছবিটির উর্দুতে ডাবিং সম্পন্ন হয়েছে।’
এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েকটি দেশে মুক্তি পায় ‘তুফান’। সেই ধারাবাহিকতায় ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাচ্ছে।
রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’
অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে।
গত মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান।
সারাবাংলা/এজেডএস