Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪ ১৭:১৫

বর্তমানে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকার শীর্ষে রয়েছে হলিউড তারকা অ্যারন টেলরজনসনের নাম। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ আপাতত তাই বলছে।

মূলত ‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন। সেই হিসাবেই পৃথিবীর সব সুদর্শন পুরুষকে টেক্কা দিচ্ছে হলিউডের এই অভিনেতা। তবে তিনি একা এই তালিকায় নাম রয়েছে বিশ্বের একাধিক নামিদামি তারকাও।

বিজ্ঞাপন

সম্প্রতি হার্লে স্টিট ফেসিয়াল কসমেটিক সার্জেন্ট ডক্টর জুলিয়ান সি সিলভা এই তালিকা প্রকাশ করেছেন। কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তিনি এই তালিকা তৈরি করেছেন। ডক্টর ডি সিলভা যে তালিকাটি প্রকাশ করেছেন সেই তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন:

অ্যারন টেলরজনসন – ৯৩.০৪%

লুসিয়েন ল্যাভিসকাউন্ট – ৯২.৪১%

পল মেসকাল – ৯২.৩৮%

রবার্ট প্যাটিসন – ৯২.১৫%

জ্যাক লোডেন – ৯০.৩৩%

জর্জ ক্লুনি – ৮৯.%

নিকোলাস হোল্ট – ৮৯.৮৪%

চার্লস মেল্টন – ৮৮.৪৬%

ইদ্রিস এলবা – ৮৭.৯৪%

শাহরুখ খান – ৮৬.৭৬%

শাহরুখ খান যিনি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা। তিনি ৫৮ বছর বয়সেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এই তালিকায় শাহরুখ খানের নাম অনেক ওপরের দিকে থাকতে পারত, কিন্তু নাকের আকৃতির কারণে তিনি দশম স্থান অধিকার করেছেন।

সারাবাংলা/এজেডএস

শাহরুখ খান সুদর্শন পুরুষ