Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফৌজির সিক্যুয়েল আসছে, শাহরুখের জায়গায় কে?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১৯:০৮

১৯৮৯ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত হিন্দি ধারাবাহিক ‘ফৌজি’। এই ধারাবাহিকে অভিনয়ের পরে বলিউডের বাদশাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাহরুখের জন্যই আজও দর্শক এই ধারাবাহিকটি মনে রেখেছেন। ধারাবাহিকে তার অভিনীত চরিত্রের নাম ছিল লেফটেন্যান্ট অভিমন্যু রায়। ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, ধারাবাহিকটির সিক্যুয়েল তৈরি হচ্ছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) নির্মাতারা এই ঘোষণা করেছেন। ধারাবাহিকে থাকছে একাধিক চমক।

বিজ্ঞাপন

মঙ্গলবার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। তবে শাহরুখ যে সিক্যুয়েলে থাকছেন না, তা এক প্রকার স্পষ্ট। নতুন ধারাবাহিকে থাকছেন এক ঝাঁক অভিনেতা। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা লোখণ্ডের স্বামী ভিকি জৈন। সন্দীপ সিংহের সঙ্গে এই ধারাবাহিকটির সহ-প্রযোজকের ভূমিকায় থাকছেন ভিকি। দেশের জন্য সেনার আত্মত্যাগ এবং বীরত্বের গল্পই তুলে ধরা হবে এই শোয়ে।

মূল ধারাবাহিকটির মতোই ‘ফৌজি ২’-এর জন্য দূরদর্শনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রযোজকেরা। ভিকি ছাড়াও একটি চরিত্রে থাকছেন গওহর খান। নির্মাতারা জানিয়েছেন, এ ছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক। শীর্ষসঙ্গীত গেয়েছেন সোনু নিগম। শোয়ে মোট ১১টি গান থাকবে। এই শো-টি পরিচালনা করবেন অভিনব পারেখ। নির্মাতারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই শো ডাব করা হবে।

সারাবাংলা/এজেডএস

ফৌ:জি শাহরুখ খান সিক্যুয়েল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর