Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে অভিনেতা জামালউদ্দিন হোসেন

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১৬:১৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৭:১৯

না ফেরার দেশে চলেন গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন হোসেন। শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গণমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জামালউদ্দিন হোসেনের ছেলে তাশফিন হোসেন তপু।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টায় মেয়ের কাছে ছিলেন জামালউদ্দিন হোসেন। সেখান থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপুর বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিজ্ঞাপন
নাট্যজন জামালউদ্দিন হোসেন ও তার স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেন

নাট্যজন জামালউদ্দিন হোসেন ও তার স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেন

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন।

সারাবাংলা/এএসজি

অভিনেতা জামালউদ্দিন হোসেন না ফেরার দেশে অভিনেতা জামালউদ্দিন হোসেন