আসছে ‘ভুলভুলাইয়া থ্রি’, মাধুরী-বিদ্যার যুগলবন্দিতে চমক টিজারেই
৯ অক্টোবর ২০২৪ ১৮:৩২
২০০৭ সালে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘ভুলভুলাইয়া’ মুক্তির পর ঝড় তোলে বক্সঅফিসে। অভিনয়ে দারুণ প্রশংসা কুড়ায় সিনেমার কলাকুশলীরা। এরপর মুক্তি পায় সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু’। দর্শকদের মন জয় করে এই সিনেমাটিও। এরপর থেকে ‘ভুলভুলাইয়া থ্রি’ দেখার জন্য অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
অবশেষে চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া থ্রি’র টিজার। মুক্তি পেতেই নেটদুনিয়ায় রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে ভিডিওটি। টিজার দেখে বোঝাই যাচ্ছে বক্সঅফিসে কাঁপন ধরাবে এটি। যদিও আগেই শোনা গিয়েছিল যে, ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে বিদ্যা বালান ফিরছেন। তখন থেকেই ট্যুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা। বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা। তবে বিদ্যা একা নয়, এবারের চমক দুই মঞ্জুলিকা- বিদ্যার সঙ্গে এবার মঞ্জুলিকার রূপে ধরা দেবেন মাধুরী দীক্ষিত।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। তবে ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে যে বিদ্যা আর মাধুরী বাজিমাত করতে চলেছেন, তার ঝলক মিলল ট্রেলারেই।
গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড। অভিশপ্ত অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের। এবারের কাস্টিংয়ে যেমন চমক রয়েছে, তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের ট্যুইস্টও। চলতি বছর দিওয়ালির মরশুমে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’। আবারও যে এই ছবি বক্স অফিসে কাঁপন ধরাতে চলেছে, তার আভাস মিলল টিজারেই।
সারাবাংলা/এএসজি