সম্পর্কের বরফ গলল, রাফির ওয়েব সিরিজে দীঘি
৮ অক্টোবর ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ১৯:০৪
পরিচালক রায়হান রাফির সঙ্গে নায়িকা দীঘির সম্পর্ক খারাপ হয়েছিল ‘সুড়ঙ্গ’ নিয়ে। ছবিটিতে দীঘিকে নিয়েও বাদ দিয়েছেন রাফি─ এমন অভিযোগ রয়েছে। দীঘি বলেছিলেন, রাফি তার প্রেমিকাকে কাস্টিং করতে তাকে বাদ দিয়েছেন। এর জবাবে তিনি দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন। অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল তাদের দুজনকে একসঙ্গে আর কোনো কাজে দেখা যাবে না, এমনটা ভাবা হয়েছিল। তবে অভিযোগ, পাল্টা অভিযোগের কারণে সম্পর্কে যে মান-অভিমান, ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা কমেছে। তারা দুজন একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
চরকির নাম চূড়ান্ত না হওয়া একটি সিরিজে রায়হান রাফীর পরিচালনায় কাজ করতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে এই প্রসঙ্গে এখনই কথা বলতে নারাজ দুজনই।
তবে রাফীর সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই জানিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন দীঘি। তার ভাষ্য, ‘ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।’
বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, সিরিজটিতে আরও অভিনয় করবেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানও। থাকবে আরও অনেক চমক। এরইমধ্যে দীঘি ও জাহিদ হাসানের সঙ্গে কাজের প্রস্তাবসহ প্রাথমিক আলোচনা শেষ করেছেন রাফী। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
সারাবাংলা/এজেডএস