শাহরুখের পরবর্তী ছবি ‘স্ত্রী ২’ পরিচালকের সঙ্গে
৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৮:০৬
অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দারুণ ব্যবসা করেছে। এবার জানা গেল, তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন। তাও একটি অ্যাডভেঞ্চারাস ছবিতে।
ধারণা করা হচ্ছে, ‘কিং’ ছবির কাজ শুরুর আগেই আরও একটি ছবি শাহরুখের হাতে আসতে চলেছে। জানা গেছে, অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তিনি আলোচনা করছেন বর্তমানে।
এই বিষয়ে পিঙ্কভিলাকে সূত্রের তরফে জানানো হয়েছে, ‘শাহরুখ খান বর্তমানে ‘স্ত্রী ২’ এর টিম অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে আলোচনা করছে। তাদের কাছে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি আছে শাহরুখের জন্য। তবে এটা স্ত্রী ইউনিভার্সের অংশ হবে না। আপাতত তারা ২-৩ বার মিটিং করেছে। তবে শাহরুখ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আগামী মাসগুলোতে তারা আরও মিটিং করবেন, তারপরই শাহরুখই সিদ্ধান্ত নেবেন যে তিনি ছবি করবেন কিনা।’
সারাবাংলা/এজেডএস