Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবারের ৯ সদস্যের আত্মহত্যা নিয়ে ভিকির সিরিজ, মুক্তি ১০ অক্টোবর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৭:৩২ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৮:০৩

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরী করেছেন সময়ের জনপ্রিয় ও অন্যতম সুদক্ষ নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘চক্র’ নামের ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ আক্টোবর দুপুর তিনটায়।

‘চক্র’ নামের ওয়েব সিরিজটি প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ জানালেন, দীর্ঘ দিন ধরে দৃশ্যধারণ এর কাজ শেষ হলেও বাকি সব কাজ কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে। তিনি বলেন, ‘২০০৭ সালে একই পরিবারের নয়জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেক জন একেক রকম ভাবে ভেবে নিয়েছিলেন। আমরাও আমাদের জায়গা থেকে সেই গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক থ্রিলার একটি গল্প এই সিরিজে দেখানোর চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

‘চক্র’র নির্মাণকে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘প্রেতে’র সাথে তুলনা করেছেন ভিকি জাহেদ। তবে নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে এই পরিচালককে। ঘটেছে বিচিত্র সব ঘটনা, একটানা শুটিং করতে পারেননি।

ভিকি বলেন, ‘কাজটি করতে গিয়ে অনেক সহকর্মীকে হারিয়েছি। শুটিং শুরু করার পর সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যান। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানকে হারালাম। কোনো একটা প্রজেক্টের সঙ্গে জড়িত এতগুলো মানুষ একে একে চলে গেছেন, এমন নজির বোধহয় আর নেই। এই ধাক্কাটুকু সামলে উঠতেই খুব কষ্ট হয়েছে আমার। এমনও হয়েছে একজনকে নিয়ে শুট করেছি কিছুদিন পর শুনি তিনি আর নেই। এরপর যখন আবার ওই চরিত্রে নতুন কাউকে নিয়ে আবার করলাম। তার কিছুদিন পর দেখি তিনিও নেই। চলতি বছরের শুরুর দিকে কাজটি শেষ করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চক্র ভিকি জাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর