Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপস্থাপনায় অপু বিশ্বাস

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৬:৪৭

চিত্রনায়িকা অপু বিশ্বাস ইউটিউবে বেশ সক্রিয়। এর আগে রান্নার ভিডিও, নিজের বিভিন্ন শুটিংস্পটের ভিডিও কিংবা ছেলে জয়ের সঙ্গে খুনসুটি আপলোড করেছেন। তবে চ্যানেলটিকে এবার পেশাদারভাবে সাজাতে চান। এর জন্য নতুনভাবে কাজ শুরু করছেন তিনি। বানাবেন নানা রকম অনুষ্ঠান। সেসবের মধ্যে থাকবে টকশো।

অপু বিশ্বাস বলেন, ‘দ্রুত আমি উপস্থাপক হিসেবে আপনাদের সামনে হাজির হবো। এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই একইসঙ্গে ভয় ও আনন্দ, দুটোই কাজ করছে। দর্শকরা বিনোদিত হবেন বলেই প্রত্যাশা করছি।’

বিজ্ঞাপন

অপু জানান, এতদিন তিনি নানা অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছেন। নানা রকম প্রশ্নের সম্মুখিন হয়েছেন। এবার তিনি প্রশ্ন করবেন, তার অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে বিনোদন অঙ্গনের সাংবাদিকদের। উপস্থিত হবেন অনেক নির্মাতাও।

অপু বলেন, ‘ব্যতিক্রমী ভাবনা থেকেই নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছি। তাছাড়া সবসময় প্রশ্ন শুনতে শুনতে প্রশ্ন করার আগ্রহ তৈরি হয়েছে। এতদিন আমাকে যারা প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। তাই অনুষ্ঠানটি শুরু করব সাংবাদিক ভাইবোনদের নিয়ে। তারপর পর্যায়ক্রমে নির্মাতাসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা অতিথি হিসেবে আসবেন।’

ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে প্রথম ধাপের পর্বগুলোর শুটিং সম্পন্ন হয়েছে। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, বুলবুল বিশ্বাস, শাহ্‌ মোহাম্মদ সংগ্রামসহ বেশ কয়েকজন নির্মাতা। শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে সেগুলো দেখা যাবে।

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস উপস্থাপনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর