Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ে গুলি, গোবিন্দের বয়ানে অসঙ্গতি পেলো পুলিশ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ১৪:৩০

নিজের রিভলবার থেকে গুলি ছুটে জখম হলেন গোবিন্দ। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। জানা গিয়েছে, প্রায় ১০ টা সেলাই পড়েছে তার পায়ে। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে জুহু থানার পুলিশ। এ দিকে তদন্তে নেমে অভিনেতার বয়ানে নাকি অসঙ্গতি পেয়েছেন তারা—এমনটা বলা হয়েছে আনন্দবাজার পত্রিকার এক খবরে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। বছর ষাটেকের অভিনেতার নিজের কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থাকে। ওই দিন তার কলকাতায় আসার কথা ছিল, রওনা দেওয়ার আগে সেটি হাত থেকে হঠাৎই পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে গোবিন্দর পায়ে। পুলিশের কাছে অভিনেতা জানান, বন্দুকটি পরিষ্কার করার জন্য হাতে নিয়েছিলেন। সেই সময় ‘আনলকড’ ছিল রিভলবারটি। প্রায় ২০ বছরের পুরনো ওই অস্ত্র। অভিনেতার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ। তার বয়ান ফের রেকর্ড করা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অভিনেতার মেয়ে টিনা আহুজাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ আগে বলেছিলেন, “গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। তার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।”

হাঁটু থেকে ঠিক দুই ইঞ্চি নীচে গুলি লেগেছিল বলে জানা যায়। যদিও এখন তার অবস্থা স্থিতিশীল বলেই খবর পরিবার সূত্রে।

সারাবাংলা/এজেডএস

অসঙ্গতি গোবিন্দ পায়ে গুলি পুলিশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর