Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফি-জিত-রাজের ‘লায়ন’ আসবে ৩ পর্বে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১২:৫৩ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ১৩:৪০

গেল ঈদে ‘তুফান’ সফলতার পর রায়হান রাফি কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে একটি ছবি নির্মাণ করবেন— এমন খবর এসেছিল। রাফি তখন বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার আর গুঞ্জন নয়, অফিসিয়াল ঘোষণা আসলো। জিতকে নিয়ে রাফি নির্মাণ করবেন ‘লায়ন’। আরো আছেন রাফির ব্লকবাস্টার ‘পরান’-এর নায়ক শরিফুল রাজ এ ছবিতে আছেন।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি নির্মিত হবে ৩টি পর্বে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে।

বিজ্ঞাপন

অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিটির ৬৫ শতাংশ শুটিং হবে সমুদ্রে। ছবির গল্প নিয়ে খোলাসা করতে চাইলেন না রাফি। তিনি সারাবাংলাকে বুধবার (২ অক্টোবর) দুপুরে বলেন, ‘এ ছবির জন্য আমরা এমন একটা গল্প নির্ধারণ করেছি যা দুই বাংলার মানুষ আগে। তবে যেহেতু শুটিং সমুদ্রে শুটিং হবে সেহেতু এতে জাহাজ, নৌবাহিনী ব্যাপারগুলো থাকবে—এটা বলতে পারি।’

‘লায়ন’-এ শরিফুল রাজ কিংবা জিত কেউই আসলে নায়ক বা ভিলেন নন। আবার দুজনই নায়ক—এমনটাই জানালেন রাফি।

কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, ছবিতে আফরান নিশো থাকার কথা ছিল। আগামী ঈদে তার অন্য একটি ছবি থাকায় এ ছবিতে থাকছেন না। আবার কিছু গণমাধ্যম বলছে চঞ্চল চৌধুরীও থাকার সম্ভাবনা রয়েছে। দুজনের ব্যাপারে পরিচালকের বক্তব্য হলো, ‘নিশো ভাইকে নিবো এরকম প্ল্যান ছিলই না। আর চঞ্চল চৌধুরীর সঙ্গে তো এ প্রজেক্ট নিয়ে কথাই হয়নি।’

বাংলাদেশের নতুন কিংবা পুরানো কোন অভিনেত্রী এ ছবির নায়িকা হবেন। তবে তা এখনো ঠিক হয়নি। অধিকাংশ অভিনয়শিল্পীও বাংলাদেশের হবেন।

এ মুহূর্তে ভারতীয় ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ছবির শুটিং দেশে নাকি ভারতে হবে? ‘দুই জায়গাতেই হতে পারে। এটা এখনও সিদ্ধান্ত হয়নি। শুটিং বছরের শেষের দিকে শুরু হবে’,— সারাবাংলাকে বলেন রায়হান রাফি।

বিজ্ঞাপন

ছবিটির চিত্রনাট্য যৌথভাবে করছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। যৌথ প্রযোজনার ছবিটির ভারতীয় অংশের প্রযোজক হিসেবে রয়েছে শ্যাডো ফিল্মস। দেশি প্রযোজক, নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

সারাবাংলা/এজেডএস

জিত রায়হান রাফি লায়ন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর