Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চন্দ্রাবতী কথা’ নির্মাতার কাছে এখনও পারিশ্রমিক পান দোয়েল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১৪:৩৫

ষোড়শ শতকের বাংলার প্রেক্ষাপটে এন রাশেদ চৌধুরী নির্মাণ করেছিলেন ‘চন্দ্রাবতী কথা’। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত ছবিটি ২০১৯ সালের ১৫ অক্টোবর ২০২১ সালে মুক্তি পায়। মুক্তির তিন বছর পর নির্মাতার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনলেন ছবিটির অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নির্মাতার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন দোয়েল। তিনি বলেন, ‘সরকারি অনুদানের চন্দ্রাবতী কথা সিনেমায় অভিনয় করেছিলাম। পরবর্তী সময়ে সিনেমাটির সহপ্রযোজনায় যুক্ত হয়েছিল বেঙ্গল ক্রিয়েশনস। এটার ডিজিটাল রাইট কিনেছে চ্যানেল আই। সিনেমাটি মুক্তি দিতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। কিন্তু ছবি মুক্তির তিন বছর হয়ে গেলেও এ সিনেমার কলাকুশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশনের লোক টাকা পায় না কেন? পরিচালকের তো সমস্যা হয়নি। এ বছর তিনি আরও একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন।’

বিজ্ঞাপন

তবে এতদিন কেন এই অভিযোগ জানাননি—জানতে চাইলে দোয়েল বলেন, ‘ওই সময়ে এসব কথা চাইলেও বলা যায়নি। আর কাকে বলতাম? অভিনয়শিল্পী সংঘ? আমি তো কোনো সংগঠনের সদস্যই না।’

এতদিন পরেও কেন শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক দেওয়া হয়নি—এ বিষয়ে জানতে চাইলে এন রাশেদ চৌধুরীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সারাবাংলা/এজেডএস

চন্দ্রাবতী কথা দিলরুবা হোসেন দোয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর