Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অভিনেতা গোবিন্দ

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১১:০৭

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দ। জানা গেছে, বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় পায়ে গুলি এসে লাগে। এর পরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গিয়েছে, আজ (১ অক্টোবর) সকালে গোবিন্দ তার মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন। ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন তিনি। গুলিটি তার পায়ে এসে লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে গোবিন্দর ম্যানেজার জানিয়েছেন, ‘গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন’।

সারাবাংলা/এএসজি

অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অভিনেতা গোবিন্দ বলিউড অভিনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর