Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন পরিচয়ে কুসুম সিকদার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

অভিনেত্রী কুসুম সিকদার নিয়মিত অভিনয় করলেও এবার আসছেন নতুন পরিচয়ে। ‘শরতের জবা’ শিরোনামের সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তাকে নির্মাতা হিসেবে পাচ্ছেন দর্শক। আগামী ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

শনিবার দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন কুসুম।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কী আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সাথে?— এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। ১১ অক্টোবর থেকে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আই স্ক্রিনেও মুক্তি দেয়া হবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ‘শরতের জবা’ আরো কিছু প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আইস্ক্রিনেও মুক্তি দেয়া হবে।

সারাবাংলা/এজেডএস

কুসুম সিকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর