আবারও রাফির সঙ্গে ইমন
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৩
অভিনেতা ইমন নাটক, সিনেমায় অভিনয় করলেও ওটিটিতে খুব একটা কাজ করা হয়নি। এর আগে ২০২১ সালে মাহিয়া মাহির বিপরীতে ‘এইডা কপাল’ নামক একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন। সেটির পরিচালক ছিলেন রায়হান রাফি। আবারও তার পরিচালনায় একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন ইমন। নাম ‘মায়া’।
আগামী ৩০ সেপ্টেম্বর ‘মায়া’ মুক্তি পাচ্ছে, বিঞ্জ অ্যাপ-এ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার ও টিজার।
ইমন বলেন, ‘দুই দশকের ক্যারিয়ারে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। অনেক চরিত্র নিজের পছন্দের, অনেক চরিত্র পরিচালক-প্রযোজকের মন জোগাতে করেছি। বেছে কাজ করতে পারলে হয় তো আরও একটু উঁচুতে থাকতে পারতাম। সেটা এখন ফিল করছি। সে জন্যই ওটিটি অধ্যায়ে পা ফেলার আগে খুব সচেতন ছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, ওটিটিতে যা করবো নিজের পছন্দে করবো। অন্যের মনজয় করার জন্য করবো না। অবশেষে রায়হান রাফীর ডাক পেলাম। গল্পটাও অসাধারণ। চরিত্রটাও ভালো। আশা করছি ওটিটি দর্শকরা নতুন ইমনকে পছন্দ করবেন।’
শুধু ওটিটি অভিষেকের জন্য নির্মাতা রাফীর নির্দেশে অনেক কিছুতে বদল এনেছেন ইমন। জানান, তিনি চুল ছোট করেছেন, মেকআপ টোন ডাউন করেছেন, সংলাপ বলার ধরন বদলেছেন—এমন আরও অনেক কিছু।
‘মায়া’ ছবিতে ইমনের সঙ্গে আছেন সারিকা সাবরিন।
সারাবাংলা/এজেডএস