আদালতে আসিফ, ৫ দিনের রিমান্ড আবেদন
৬ জুন ২০১৮ ১২:৩৬ | আপডেট: ৬ জুন ২০১৮ ১৪:২২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সাইবার পুলিশ ব্যুরোর উপ পুলিশ পরিদর্শক প্রলয় রায় এ আবেদন করেন। দুপুরে কেশব রায় চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদলতের সংশিষ্টরা।
মঙ্গলবার (৫ জুন) রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম আসিফ আকবরকে গ্রেফতার করে। বুধবার (৬ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে তাকে আদালতে আনা হয়।
সোমবার (০৪ জুন) সন্ধ্যায় শফিক তুহিন তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে। মামলা নম্বর- ১৪(০৬)১৮।
মামলার এজাহারে শফিক তুহিন অভিযোগ করেছেন, গত ১ জুন রাত নয়টার দিকে একটি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। এরপরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।
এর পরে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তাঁর সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাতে আসিফ তার ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। ফেসবুকে পেজে লাইভে এসে ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। বাদী শফিক তুহিন মনে করেন এই কাজের মাধ্যমে আসিফ উসকানি দিয়েছেন। এতে তার মানহানি হয়েছে।
ছবি: সুমিত আহমেদ
আরও পড়ুন: কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার
সারাবাংলা/এআই/পিএ/পিএম