Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন মামুনুর রশীদের স্ত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৩

নাট্যজন মামুনুর রশীদের স্ত্রী গওহর আরা মামুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নাট্যকর্মী সাম্য রহমান। তিনি জানান গওহর আরা মামুন বেশকিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

আজ (১৮ সেপ্টেম্বর) বুধবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে নামাজে জানাজার পর গওহর আরা মামুনকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, মামুনুর রশীদ ও গওহর আরা মামুন দম্পতির এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

সারাবাংলা/এজেডএস

গওহর আরা মামুন মামুনুর রশীদ

বিজ্ঞাপন

ফিরছে শাহরুখ-সানি জুটি
৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর