Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে পুরস্কার পেলেন নির্মাতা শাহাদাত রাসএল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

নেপালের কাঠমুণ্ডতে হয়েছে ‘আন্তর্জাতিক অ্যাচিভারস অ্যাওয়ার্ড’। গেল ১৫ সেপ্টেম্বর এবিএম, নেপালের সংস্কৃতি ও চলচ্চিত্র সেন্টার এবং দ্য ব্রিটিশ কলেজ অব নেপালের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকারের ক্ষেত্রে অবদান রাখায় ‘বেস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট’ পুরস্কার পেয়েছেন নির্মাতা শাহাদাত রাসএল।

চলচ্চিত্র ও লেখার মাধ্যমে মানবাধিকারের বিষয়কে তুলে ধরার জন্য রাসএলকে এ পুরস্কারের নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। কাঠমান্ডু দ্য ব্রিটিশ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন শাহাদাত রাসএল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি ছিলেন নেপালের সংস্কৃতি মন্ত্রী বিমল ঠাকুরে, মিস ইউনিভার্স ডাক্তার সুহাসিনী সুদান মাদামে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার অমল ভাগাত ও চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার সন্তোষ সুবেদী, সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেপালের জনপ্রিয় উপস্থাপিকা সেসেমি লিম্বু৷

রাসেল বলেন, ‘আসলে এ পুরস্কারটা আমার কাছে বিশেষ। কারণ চলচ্চিত্রের কারণে অনেকগুলো পুরস্কার পেলেও এবারই প্রথম মানবাধিকার বিষয়ক কাজের জন্য পেলাম। এটা নিশ্চয়ই আমাকে ভবিষ্যৎ এ মানবাধিকার নিয়ে কাজের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।’

তিনি আরো জানান, ‘নেপালে ১২ সেপ্টেম্বর চতুর্থ স্পাইনি বাবলার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে আমি আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে ছিলাম। সেখানেও অংশগ্রহণ করলাম। বাংলাদেশ আর নেপালের মধ্যে একটা সংস্কৃতি প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। নেপাল সরকার ও কিছু প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে আলোচনা চলছে। হয়তো শিগগিরই এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।’

বিজ্ঞাপন

শাহাদাত রাসএল এর আগেও মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র নির্মাণের জন্য ফ্রান্স, আমেরিকা, ভারত বাংলাদেশ থেকে একাধিক পুরস্কার অর্জন করেন।

সারাবাংলা/এজেডএস

মানবাধিকার পুরস্কার শাহাদাত রাসএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর