স্টার সিনেপ্লেক্সে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৬
দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স তার দর্শকদের জন্য নিত্য নতুন অফার দিয়ে থাকে। এবার নিয়ে আসলো একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি অফার।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, অফারটি চলবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত। যে কোনো পরিমাণ টিকেট ক্রয়ের ক্ষেত্রে এ অফার প্রযোজ্য হবে। তবে এ অফার শুধুমাত্র সন্ধ্যার শোগুলোর আগের শোয়ের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে এ অফার অনলাইন টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কাউন্টার থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে এ অফার পাওয়া যাবে। বর্তমানে সিনেমা হলটিতে চলছে ‘তুফান’, ‘টুইস্টারস’, ‘ডেডপুল এবং উলভারিন’ ছবিগুলো।
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে হলটির সারাদেশে সাতটি শাখা রয়েছে। আরও ছয়টি নতুন শাখা চালু প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এজেডএস