Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘তুফান’। দেশ বিদেশে সফলতা পাওয়া এই ছবিটি শিগগির আসছে ওটিটিতে। তারআগেই জানা গেল, ভারতের বিহারে মুক্তি পাচ্ছে তুফান!

‘তুফান’ পরিবেশনায় আছে ভারতীয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শনিবার দুপুরে ‘তুফান’ এর ট্রেলার রিলিজ করে তারা জানায়, আসছে ১৩ সেপ্টেম্বর বিহারে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

১ মিনিটের ‘তুফান’ ট্রেলারটি করা হয়েছে হিন্দি ভাষায়। সিনেমাটিও ইতিমধ্যে হিন্দিতে ডাবিং হয়েছে। বিহারে সিনেমাটি সেখানকার দর্শক হিন্দি ভাষাতেই দেখবেন।

এদিকে দিন কয়েক আগেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ‘তুফান’ চলতি মাসেই ওটিটি প্লাটফর্মে দেখবেন দর্শক। বাংলাদেশের জনপ্রিয় প্লাটফর্ম চরকি এবং ভারতের হইচইতে দেখা যাবে ছবিটি।

তুফান-এ শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব।

এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।

সারাবাংলা/এজেডএস

তুফান হিন্দি