Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজ-স্বস্তিকা-ভাবনাকে নিয়ে ‘আলতাবানু জোছনা দেখেনি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৮:৫২

হিমু আকরামের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ, আশনা হাবিব ভাবনা ও কলকাতার স্বস্তিকা মুখার্জী।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং করবেন বলে জানালেন হিমু আকরাম। তার কথা, দেশের তিনটি অঞ্চলে শুটিং করবো। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে মুক্তি টার্গেট করে বানাতে যাচ্ছি।

বিজ্ঞাপন

হিমু আকরাম জানান, ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাটি ডার্ক থ্রিলার গল্পে নির্মিত হবে। তিনি বললেন, প্রথম সিনেমাতে একটু কঠিন গল্প বেছে নিয়েছি। দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছি। আমার বিশ্বাস, উতরে যেতে পারবো। এই সিনেমা হলে মুক্তির পর টার্গেট হচ্ছে, নেটফ্লিক্স অথাবা অ্যামাজন প্রাইমে রিলিজ দেয়া। সেদিক মাথায় রেখে ডাবিং, কালার, ফ্রেমিং সবকিছুতে ওই বিশ্বমানের রাখা হবে। আমেরিকার একটি এজেন্সির মাধ্যমে তাদের সঙ্গে আগেই যোগাযোগ করেছি। চিত্রনাট্যকে কয়েকটি জায়গায় তারা কারেকশন দিয়েছিল। সেগুলো সমাধান করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

আলতাবানু জোছনা দেখেনি আশনা হাবিব ভাবনা শরিফুল রাজ স্বস্তিকা মুখ্যার্জী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর