Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাবো: পরীমণি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৬:৫৭

ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ দেশের আটটি জেলার মানুষ বন্যার পানিতে আটকা। বন্যার্তদের পাশে দাঁড়াতে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন তারকারাও। সর্বোচ্চটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আল্লাহ! কি করবো আমি! বুকের ভেতরে দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো!’

বিজ্ঞাপন

পরীমণি আরো লেখেন, ‘আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো, ইনশাআল্লাহ।’

গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি। সেগুলো হলো, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। এসব জেলার ৪৩ উপজেলা বন্যা প্লাবিত। এই ছয় জেলায় মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সবমিলিয়ে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

সারাবাংলা/এজেডএস

পরীমণি বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর