Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আয়নাঘর’ করছেন না কেয়া পায়েল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৮:১৯

গত সরকারের আলোচিত ঘটনা ‘আয়নাঘর’ নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক জয় সরকার। তিনি ছবিটির নাম চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধনও করেছেন। এ ছবিতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের অভিনয় করার কথা শোনা যাচ্ছিল। তবে তিনি তা প্রত্যাখান করেছেন।

একটি গণমাধ্যমকে কেয়া পায়েল জানান, ‘আমি কিছুই জানি না। কিভাবে কথাটা ছড়িয়েছে, তা-ও জানি না। তবে আমি সিনেমাটি করছি না।’

আজ দুপুর নাগাদ নির্মাতা জয় সরকার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, কেয়া পায়েল অভিনয় করছেন না।

উল্লেখ্য, গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও শোনা গেছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আলোচনায় আসে আয়নাঘর। গুম হওয়া অনেকেই মুক্তি পেয়ে ফিরে আসেন পরিবার-পরিজনের কাছে।

সারাবাংলা/এজেডএস

আয়নাঘর কেয়া পায়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর