Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানহানির মামলা খেলেন কঙ্গনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ আগস্ট ২০২৪ ১৮:৩০

কয়েক দিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা। এ ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিষ্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলছে।

রাহুল গান্ধীর ছবি এভাবে বিকৃত করার অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নরেন্দ্র মিশ্রা ৪০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার বেশি) মানহানি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

আইনজীবী নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রাণৌত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। এরই মধ্যে কঙ্গনাকে নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এজেডএস

কঙ্গনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর