Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘বিগ বস ১৮’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ আগস্ট ২০২৪ ১৯:০২

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস’। এই শো-এর বিপুল সংখ্যক দর্শক রয়েছে যারা প্রতি বছর শোয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইতিমধ্যে এর ১৭ সিজন প্রচারিত হয়ে গেছে। অনুষ্ঠানটির টিআরপি বেশি হওয়ার অন্যতম কারণ সালমান খান। তিনি তার হোস্টিং স্টাইল দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। প্রথম সিজন বাদে বাকি সব সিজন হোস্ট করে আসছেন বলিউডের ভাইজান।

অনুষ্ঠানটির টিআরপি বেশি হওয়ার অন্যতম কারণ সালমান খান। তিনি তার হোস্টিং স্টাইল দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তোলেন

অনুষ্ঠানটির টিআরপি বেশি হওয়ার অন্যতম কারণ সালমান খান। তিনি তার হোস্টিং স্টাইল দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তোলেন

প্রতিবারের মতো নিয়ম মেনে এবারও অক্টোবর মাসেই আসছে ‘বিগ বস’। এদিকে বিগ বস ওটিটি ৩-এর সঞ্চালনা করেননি সালমান খান। বরং তার জায়গায় অনিল কাপুরকে দেখা গিয়েছিল। এবার জানা গেল ‘বিগ বস ১৮’-তে সঞ্চালক হয়ে আবারও ফিরছেন বলিউড ভাইজান।

বিজ্ঞাপন
‘বিগ বস ১৮’-তে সঞ্চালক হয়ে আবারও ফিরছেন বলিউড ভাইজান

‘বিগ বস ১৮’-তে সঞ্চালক হয়ে আবারও ফিরছেন বলিউড ভাইজান

জানা গেছে, ইতিমধ্যেই একাধিক জনের কাছে এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কাউকেই প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হয়নি। ইশা কোপিকর সহ শাইনি আহুজা, গুরুচরণ সিং, অর্জুন বিজলানি, করণ প্যাটেল, সমীরা রেড্ডির কাছে এই প্রস্তাব গিয়েছে। শোনা যাচ্ছে সুরভী জ্যোতি, পূজা শর্মা, শোয়েব ইব্রাহিম, দলজিৎ কৌরের নামও। এছাড়া অনুমান করা হচ্ছে অভিষেক মালহান, দীপিকা আর্য, ডলি চায়েওয়ালা, প্রমুখের মতো সোশ্যাল মিডিয়া তারকারাও থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। তবে সবটাই এখন অনুমান। আসলে কারা অংশ নিলেন সেটা শো শুরু হলেই জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আসছে ‘বিগ বস ১৮’ সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর