Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সে ভাঙচুর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৪:৫১

রাজশাহীর বঙ্গবন্ধু হাই-টেক পার্কে গত বছর সপ্তম শাখা চালু করে স্টার সিনেপ্লেক্স। গতকাল রাতে ভাঙচুরের শিকার হয়েছে এই সিনেমা হলটি। শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে ভাঙচুর ও তান্ডবে ক্ষতিগ্রস্ত প্রথম সিনেমা হল এটি।

প্রেক্ষাগৃহ ধ্বংসের খবরটি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে, বঙ্গবন্ধু হাইটেক পার্কে। দুর্বৃত্তরা হাইটেক পার্কে হামলা করেছিল। রেহাই পায়নি স্টার সিনেপ্লেক্সও।’

বিজ্ঞাপন

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকায় ৫টি শাখা রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতেও চালু হয়েছিল স্টার সিনেপ্লেক্সের শাখা। নতুন আরও বেশ কয়েকটি শাখা খোলার ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান।

সারাবাংলা/এজেডএস

রাজশাহী স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর