Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে শান্তির প্রত্যাশায় দেব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৭:৩০

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। অভিনয়ের বাইরে তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশের মানুষ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিও বিশ্ববাসী নজরে রেখেছে।

ভারতীয় একটি টেলিভিশনকে দেব বলেছেন, ‘কয়েক দিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে, সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। সবাই যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন, সেটা যেন আবার ফিরে আসে।’

বিজ্ঞাপন

এছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন। প্রযোজক সেলিম খানের সঙ্গেও পরিচয় ছিল দেবের। এ বিষয়ে দেব বলেন, ‘আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।’

সারাবাংলা/এজেডএস

বাংলাদেশ শান্তির প্রত্যাশা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর