Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসার ভাঙল আরিফিন শুভর

এন্টারটেইনমেন্টঁ করেসপনডেন্ট
৩১ জুলাই ২০২৪ ২১:৫৩ | আপডেট: ১ আগস্ট ২০২৪ ০৯:৪১

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও অর্পিতার সংসার ভেঙ্গে গেছে। তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর অর্পিতা হয়ত বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মত করে বাঁচবো। অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

বিজ্ঞাপন

জানা গেছে, গেল এক বছর ধরে আলাদা থাকছিলেন আরিফিন শুভ ও অর্পিতা। মাস চারেক আগে কলকাতার একটি কোর্টে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছিল। যেটির রায় আসে ২০ জুলাই।

আরিফিন শুভ দেশের সাম্প্রতিক ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে কয়েক দিন আগে মাকে হারিয়ে একা হয়ে যাওয়া এবং নিজের জীবনে এত বড় ঝড় বইয়ে যাওয়ায় শোক জানাতে দেরি হয়েছে বলে জানালেন।

কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারকে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ টপ নিউজ বিবাহ বিচ্ছেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর