Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছরাঙার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ জুলাই ২০২৪ ১৩:৫০

মঙ্গলবার (৩০ জুলাই) ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেদিন রাত সাড়ে ১০টায় চ্যানেলটিতে প্রচার হবে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’। মিনাল হাবিবি অর্থি ও সিয়াম খানের রচনায় এটি পরিচালনা করেছেন তিহান খান। অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, আসিফ একটা পত্রিকা অফিসে চাকরি করে। ফাতিমার সঙ্গে প্রেম তার। আজ তার জন্মদিন। সকালে ফাতিমার ফোনেই ঘুম ভাঙ্গে। বিকেলে ফাতিমার সঙ্গে দেখা করতে যায়। ফাতিমা তাকে একটা পুরনো ঘড়ি উপহার দেয়। ঘড়িটা অচল ছিলো। পথে এক মেকারের কাছ থেকে ঘড়িটা ঠিক করে নেয়। কয়েকদিন পর ফাতিমার সাথে দেখা হলে আচমকাই আসিফ তাকে বলে চলো বিয়ে করে ফেলি। যেই কথা সেই কাজ। বিয়ে করে ফাতিমাকে ঘরে তোলে আসিফ। সকালে ঘড়ির অ্যালার্মের শব্দে আসিফের ঘুম ভাঙ্গে। ঘরে সে ছাড়া কেউ নেই। আসিফ লাফিয়ে ওঠে। ডিজিটাল ক্যালেন্ডার চেক করে। আজ ১০ ডিসেম্বর। হাফ ছেড়ে বাঁচে সে। সময়ের ফাঁদ থেকে বের হতে পেরেছে তাহলে! এমন সময় পাশের রুম থেকে ফাতিমা চা নিয়ে হাজির হয়। আসিফের তখনই মনে হয়ে যে গতকাল সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে। দু’জনের রোমান্টিক খুনসুটি হয়। ফাতিমা রান্না ঘরে চলে যায় অন্য কাজে। নাম্বারের পাশে নাম লিখে আব্রি, তার পাশে ব্র্যাকেটে একটা তারিখ লেখে।

সারাবাংলা/এএসজি

মাছরাঙার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর