Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইয়ের মৃত্যুতে কাঁদছেন হামিন আহমেদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুলাই ২০২৪ ১৭:০৬

শাফিন আহমেদ ও হামিন আহমেদ─বাংলাদেশের ব্যান্ড জগতে দুই বিখ্যাত শিল্পী। আপন এ দুই ভাইয়ের মধ্যে গেল কয়েক বছর ধরেই ব্যান্ড দল ‘মাইলস’ নিয়ে বেশ কিছু সমস্যা চলচ্ছিল। দুই জন গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন। তবে তাদের মধ্যকার সমস্ত দ্বন্দ্ব মুছে গেল মুহূর্তেই। ছোট ভাই শাফিনের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন বড় ভাই হামিন আহমেদ। হাউমাউ করে কান্না করছেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন শাফিন আহমেদ। গণমাধ্যমকে হামিন আহমেদ জানিয়েছেন, তার ভাইয়ের ম্যাসিভ হার্ট অ্যাটার্ক হয়েছিল। বৃহস্পতিবার রাতেই তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তাদের কিছু কাছের আত্মীয়-স্বজনের তত্ত্বাবধানে মরদেহ রয়েছে।

বিজ্ঞাপন

গেল ৯ জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। সেখানে ২০ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোর ৬টা ৫০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম ও সংগীতজ্ঞ কমল দাশগুপ্তর ছেলে শাফিন আহমেদ ছিলেন দুই বাংলার প্রিয় ব্যন্ডতারকা। তাদের ব্যান্ড মাইলস গত শতকের নব্বই দশক থেকেই জনপ্রিয়।

মাইলসের বেশির ভাগ গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’। শাফিন আহমেদের মরদেহ ঢাকায় এলে যথাযথ শ্রদ্ধা নিবেদনের পর দেশেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

শাফিন আহমেদ হামিন আহমেদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর