Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম্বানির ছেলের বিয়ে: শাহরুখ-রণবীররা পেলেন ৩ কোটির ঘড়ি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ জুলাই ২০২৪ ১৭:৩৯

ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানীর বিয়ে এলাহি কাণ্ড ঘটছে। প্রি-ওয়েডিংয়ে ১ হাজার কোটি, মূল বিয়েতে ৫ হাজার কোটি টাকা খরচ করছেন। আমন্ত্রিত অতিথিদের দিচ্ছেন দামী উপহার। এর মধ্যে শুধু বলিউড তারকাদের দেওয়া ঘড়ির দাম প্রায় ৩ কোটি টাকা।

পিঙ্কভিলার এক খবরে বলা হয়েছে, অনন্ত আম্বানি তার বিয়ের ২৫ জন বরযাত্রীদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটি ঘড়ির মূল্য ২ কোটি রুপির বেশি। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, মিজান জাফরি সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

এ উপহার পাওয়ার পর একসঙ্গে ছবিও তুলেন তারা। যেসব ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। জানা গেছে, অনন্ত আম্বানির উপহার দেওয়া ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড অডেমার্স পিগুয়েট। ঘড়িটির মার্কেট প্রাইস ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯২ লাখ টাকার বেশি)।

ব্র্যান্ডটির ওয়েব সাইট ভিজিট করে পাওয়া যায় অডেমার্স পিগুয়েট রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার মডেলের ঘড়ি এটি। তাতে জানা যায়, ঘড়িটি তৈরিতে ১৮ ক্যারেটের রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে। ২০ মিটার পানির নিচেও ঘড়িটির ভেতরে পানি ঢুকতে পারবে না। এছাড়াও এ ঘড়িতে পাবেন পারমানেন্ট ক্যালেন্ডার। যা সপ্তাহ, দিন, তারিখ, রাত, মাস, লিপ ইয়ার, ঘণ্টা এবং মিনিট বলে।

সারাবাংলা/এজেডএস

অনন্ত আম্বানি ঘড়ি উপহার বিয়ে মুকেশ আম্বানি