Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র হাবু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৭:৪৮

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করে অভিনেতা চাষী আলমের নাম অধিকাংশ মানুষ ভুলে গেছেন। তিনি এখন ‘হাবু’ নামে অধিক পরিচিত ও জনপ্রিয়। এ অভিনেতা বুধবার রাতে প্রথম সন্তানের বাবা হয়েছেন।

চাষী আলম জানান, ‘আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হয়েছি। মা-ছেলের জন্য সবাই দোয়া করবেন, দুজনেই ভালো আছেন। সন্তানের নাম এখনও রাখি নাই।’

গত বছর ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। চাষী আলমের অভিনয় ক্যারিয়ার দীর্ঘ হলেও সফলতার মুখ দেখেন এই তো সেদিন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে। এছাড়াও মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে বেশ আলোচিত তিনি।

তার অভিনয় জনরা মূলত কমেডি, তবে ভয়ংকর চরিত্রেও তিনি মন্দ নন।

সারাবাংলা/এজেডএস

চাষী আলম ব্যাচেলর পয়েন্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর