Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধুনিক বাংলা হোটেলে কি খাওয়াবেন মোশাররফ করিম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ জুলাই ২০২৪ ১৬:৪৭

টিভি নাটক, সিনেমার পর ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মে মোশাররফ করিম তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার প্রমাণ ‘মহানগর’, ‘মোবারকনামা’ সিরিজগুলো। তবে এগুলো কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য করা ছিল। দেশিয় ওটিটি চরকিতে এর আগে ‘দাগ’ নামক একটি ওয়েব ফিল্ম করলেও কোনো সিরিজ করেননি। চরকির জন্য প্রথমবার কোনো ওয়েব সিরিজ করছেন এ শক্তিমান অভিনেতা। নাম ‘আধুনিক বাংলা হোটেল।’

আজ ৯ জুলাই চরকির কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো কাজী আসাদ এর পরিচালনায় নির্মিতব্য‘আধুনিক বাংলা হোটেল’ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি সহ আরো অনেকেই। ‘

বিজ্ঞাপন

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “চরকির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মত চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদ এর কারণে সেই সুযোগটাও এসে গেলো। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী”।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুন মেধাবী নির্মাতা আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মানে মোশাররফ ভাই দারুন ছিল, দর্শক নন্দিত হয়েছিল সেই সময়ে । এবার চরকির মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমি নিশ্চিত”।

জানা গেছে খুব শীঘ্রই চরকিতে সিরিজটি মুক্তির লক্ষ্য সামনে রেখে এর মধ্যেই শুরু হয়েছে শুটিং এর প্রস্তুতি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আধুনিক বাংলা হোটেল মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর