Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফির সঙ্গে ছবি, গুঞ্জনে যা বললেন দেব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২৪ ২০:২১

গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। এ ইদে ছবিটি বাংলাদেশে মুক্তির পর থেকে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ছবির ব্যবসা নিয়ে তেমন সাড়া মেলেনি। এর মধ্যেই অন্য গুঞ্জন টলিপাড়ায় দানা বেঁধেছে।

খবর ছড়িয়েছে, জিৎ ও দেবের তরফ থেকে নাকি ছবিটির পরিচালক রায়হান রাফির কাছে নতুন কাজের প্রস্তাব গিয়েছে। কিন্তু, পরিচালক নাকি এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এই প্রসঙ্গে জিতের মুখে কলুপ। কিন্তু দেব বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রসঙ্গে একটি পোস্ট করেছেন দেব। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা একটি সংবাদমাধ্যমের খবরের অংশ শেয়ার করেন। সেখানে রাফির বয়ানে দাবি করা হয়েছে, দেব ও জিৎ তার সঙ্গে কাজ করতে রাজি। দেব লেখেন, ‘‘খবরটা সত্যি নয়। তবুও আমার তরফে তার জন্য শুভেচ্ছা।’’

লোকসভা নির্বাচনের জন্য মাঝে অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন দেব। ভোট মিটতেই তিনি আবার অভিনয়ে ফিরেছেন। বাকি থাকা কাজ পর পর শেষ করবেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরও একটি নতুন ছবি নিয়ে আলাদা করে সময় বার করা তার পক্ষে কঠিন হতে পারে। কারণ, আগামী ৯ জুলাই থেকে কলকাতায় ‘খাদান’ ছবির শেষ পর্বের শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত চলবে ছবির শুটিং।

‘খাদান’-এর পর সম্ভবত প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবির ঘোষণা হতে পারে। এই ছবিতেও থাকছেন দেব। ছবিটি বছরের শেষে মুক্তি পেতে পারে। অন্য দিকে, পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন ‘টেক্কা’। তাই রাফির নতুন ছবি নিয়ে এখনও দেবের কোনও ভাবনা না থাকাটাই স্বাভাবিক বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এখনও এ রকম কোনও সম্ভাবনা তৈরি হয়নি বলেই অভিনেতা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নতুন ছবি চূড়ান্ত হলে, দেব তা আড়াল করেন না।

বিজ্ঞাপন

কলকাতায় ‘তুফান’ ছবির মুক্তি উপলক্ষে রাফি জানিয়েছিলেন, ওপার বাংলার সুপাস্টারদের সঙ্গে তিনি কাজ করতে ইচ্ছুক। তবে আগামী দিনে রাফির ছবিতে দেব থাকবেন কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

সারাবাংলা/এজেডএস

দেব রায়হান রাফি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর