Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় ফিরেছেন আজিজ রেজা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জুলাই ২০২৪ ১৮:৫২

চিত্রনায়ক শাকিব খানের আবিষ্কারক নৃত্য পরিচালক আজিজ রেজা চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তিনি গত ২ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে দুটি রিং পরানো হয়।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার শিষ্য নৃত্য পরিচালক মাইকেল বাবু। তিনি জানান, শুক্রবার (৫ জুলাই) সকালে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে আজিজ রেজাকে। এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন তিনি।

বিজ্ঞাপন

আশির দশকের শুরুর দিকে আরেক নৃত্যপরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আজিজ রেজা। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন। পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এ সিনেমাটিই তার ভাগ্য খুলে দেয়। তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে।

তিনি এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। টালিউডেও তিনি কাজ করেছেন। তিনি নৃত্যে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন। সেখানের সিনেমায় ৪২টিরও বেশি গান করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে কাজ করেছেন আজিজ রেজা।

নৃত্য পরিচালনায় আজিজ রেজার কর্মপরিধি দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে। কলকাতার ১৯টি সিনেমায় তিনি নৃত্য পরিচালনা করেন। এর মধ্যে ‘মান সম্মান’, ‘নাগিনী কন্যা’, ‘প্রাণ সজনী’ ইত্যাদি উল্লেখযোগ্য। ‘মান সম্মান’ সিনেমার জন্য তিনি ভারতের রাষ্ট্রীয় পুরস্কারে মনোনয়ন পেলেও পুরস্কার পাননি।

১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন। পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এ সিনেমাটিই তার ভাগ্য খুলে দেয়। তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আজিজ রেজা হৃদরোগ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর