Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনে শাকিব অভিনীত ৭টি ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ জুলাই ২০২৪ ১৮:৪৮

টেলিভিশন চ্যানেলগুলোতে সাধারণ দুই ঈদে শাকিব খানের ছবি নিয়ে উৎসব করা হয়। তবে দীপ্ত টিভি এ আয়োজন করছে ৬ থেকে ১২ জুলাই। এ সময়ে তারা শাকিব খান অভিনীত ৭টি ছবি দেখাবে।

শনিবার (৬ জুলাই) থাকছে কাজী হায়াৎ এর পরিচালিত ‘বীর’। এতে প্রধান চরিত্রে রয়েছেন শাকিব খান ও শবনম বুবলি। রোববার (৭ জুলাই) থাকছে জাকির হোসেন রাজুর পরিচালিত ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) থাকছে আজাদী হাসনাত ফিরোজের পরিচালিত ‘তুমি আমার মনের মানুষ’। রোমান্টিক ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগর প্রমুখ। মঙ্গলবার (৯ জুলাই) থাকছে শাহীন সুমনের পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। পাশাপাশি নিরব, রত্না কবির সুইটি, ববিতা, অরুণা বিশ্বাস ও মিশা সওদাগর রয়েছেন।

বুধবার (১০ জুলাই) এনায়েত করিমের পরিচালিত ‘বাহাদুর সন্তান’। অভিনয় করেছেন শাকিব খান, একা। বৃহস্পতিবার (১১ জুলাই) থাকছে এফ আই মানিকের ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ওমর সানী প্রমুখ।

শুক্রবার (১২ জুলাই) থাকছে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী যৌথভাবে পরিচালিত ‘শিকারি’। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও আছেন অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর