Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেল ডিসেম্বরে বিয়ে করেছেন আইরিন আফরোজ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ জুন ২০২৪ ১৭:৪৫

অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও রোকাইয়া জাহান চমকের বিয়ের খবর প্রকাশের পরই জানা গেল আইরিন আফরোজের বিয়ের কথা। তবে তিনি বিয়ে করেছেন গেল ডিসেম্বরে।

আইরিন আফরোজ গণমাধ্যমকে জানান, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই বিয়ে হয়েছে। বিয়ের খবরটি একরকম গোপনই রেখেছিলেন তিনি। আইরিনের বরের নাম মেহেদী হাসান চৌধুরী। পেশায় ব্যবসায়ী।

তিনি বলেন, ‘গত বছরের মে মাসে আমার বাবা স্ট্রোক করেন। এর আগে থেকে তিনিসহ পরিবারের সবাই চেয়েছিলেন যেন আমি বিয়ে করি। তারপর সাত দিন হাসপাতালে ছিলেন বাবা। তখনো তিনি অনেকবার আমার বিয়ের কথা বলেছেন। বাবার মৃত্যুর পর সে সময়ই সিদ্ধান্ত নিই সে বছরই বিয়ে করব।’

২০১৪ সালে শোবিজে পা রাখা আইরিন বহু নাটকে দেখা গেছে। ‘কলিং বেল’, ‘বকুলপুর’, ‘শারীরিক শিক্ষা’, ‘চার চক্কর’, ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’, ‘চোরে চোরে প্রেম’, ‘চুল পাকা’, ‘ছোট দেবর’, ‘অভাব’, ‘প্রেমপত্র’, ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’, ‘সাবলেট গুবলেট’, ‘তিন শব্দের মেসেজ’সহ আছে তার বেশ কিছু ধারাবাহিক।

সারাবাংলা/এজেডএস

আইরিন আফরোজ ডিসেম্বর বিয়ে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর