Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ডার্ক ওয়ার্ল্ড

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ জুন ২০২৪ ১৬:৩১

আগেই শোনা গিয়েছিল রায়হান রাফীর ‘তুফান’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’, মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমাগুলো উৎসবে আসছে। এর সঙ্গে যুক্ত হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

৮ জুন প্রকাশ হয়েছে ‘ডার্ক ওয়ার্ল্ড’র প্রথম পোস্টার। ১০ জুন আসে ট্রেইলার। একদিন পর প্রকাশ পায় ছবিটির দ্বিতীয় পোস্টার। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবিটির ট্রেইলার ও পোস্টার।

বিজ্ঞাপন

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ডের গল্পই নায়ক। আমরা চেষ্টা করেছি, ভালো চলচ্চিত্র তৈরির। আশা করি, দর্শকরা সেটা পাবেন। ইতিমধ্যে আমরা সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সিনেমাটি মুক্তির জন্য আমরা ঈদের সময়টাকে বেছে নিয়েছি।’

নায়ক মুন্না খান বলেন, ‘এটা আমার প্রথম ছবি। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছি কলকাতার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জিকে। গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ইতিমধ্যে ট্রেইলার ও পোস্টার দর্শকরা লুফে নিয়েছে। আশা করি ছবিটিও দর্শকরা সাদরে গ্রহণ করবে।’

কৌশানী মুখার্জি বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড ছবিটি মারমার কাটকাট একটা ছবি। বাংলাদেশের এই ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। ছবিটি ঈদে আসছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। ‘

ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

সারাবাংলা/এজেডএস

ডার্ক ওয়ার্ল্ড মোস্তাফিজুর রহমান মানিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর