Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে আসছে পূজা-শ্যামলের ‘আগন্তুক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুন ২০২৪ ১৭:০৬

ঈদুল আযহায় মুক্তির মিছিলে যুক্ত হলো আরেকটি ছবি। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির ঘোষণা দিল। ছবিটি সোমবার (১০ জুন) বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর প্রধান চরিত্রে আছেন পূজা চেরী ও শ্যামল মাওলা।

কামাল হাসানের প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আনিসুর রহমান মিশু।

দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ছবিটির শুটিং বছর দুয়েক আগে শেষ হয়েছিল। গেল বছর আমরা এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করি। এ ঈদে আমাদের ‘জংলি’ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু কাজ শেষ না করতে পারায় মুক্তি দিচ্ছি না। ‘আগন্তুক’ আগে প্রস্তুত করা ছিল। তাই আমরা ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিই, তাও দুসপ্তাহ আগে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেরি করেছি, কারণ আমরা চেয়েছি সেন্সরটা আগে হোক। তাছাড়া আমাদের ছবিটি মাল্টিপ্লেক্সগুলো দেখেছে। তাদের তরফ থেকে নিশ্চয়তা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা দিয়েছি।

পূজা-শ্যামল ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী, শাহেদ আলী সুজন। এর ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

সারাবাংলা/এজেডএস

আগন্তুক পূজা চেরি শ্যামল মাওলা

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর