Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপজলের অবস্থান বদল, খুশি নিপুণ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জুন ২০২৪ ১৮:৩৬

দেশে হিন্দি ছবি আমদানি ও প্রদর্শনীর বিরুদ্ধে কদিন আগেও বক্তব্য দিয়েছেন ডিপজল। হিন্দি ছবিকে অশ্লীল বলেও দাবি করেছিলেন তিনি। তবে মাত্র দুমাসের মধ্যে নিজের অবস্থান পরিবর্তন করলেন শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। তিনি সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি ছবি আমদানির পক্ষে বক্তব্য দিয়েছেন। এতে খুশি হয়েছেন নিপুণ।

শনিবার (৮ জুন) হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির এক অনুষ্ঠানে ডিপজল বলেন, ‘আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একইসঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।’

বিজ্ঞাপন

এদিকে ডিপজলের হিন্দি সিনেমার পক্ষে অবস্থান নেওয়ায় বেশ খুশি চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিজের জন্মদিনে ডিপজলের এমন মন্তব্য শেয়ার করে নিপুণ ফেসবুকে লিখেন, ‘আমার জন্মদিনের উপহার! সেক্রেটারি থাকাকালীন আমি আমাদের সিনেমা হল বাঁচাতে হিন্দি সিনেমার প্রস্তাব দিয়েছিলাম।’

সারাবাংলা/এজেডএস

ডিপজল নিপুণ হিন্দি ছবি আমদানি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর