Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নূর-রুহি ও পোষ্য কুকুরের গল্প

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২৪ ১৮:১১

অর্চিতা স্পর্শিয়া এখন নাটকের কাজ করছেন না বললেই চলে। তার অভিনয়ে শেষ কবে কোন নাটক প্রচার হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন হবে। সুখবর হলো, এবারের ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।

নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে আছেন সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নাটকে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প।

বিজ্ঞাপন

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী।

নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাক্স (কুকুর); এই তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।

নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে তেমন আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

অর্চিতা স্পর্শিয়া নূর মুশফিক আর ফারহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর