Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াশ-তটিনীর ‘অগ্নিগিরি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ মে ২০২৪ ১৭:১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী শনিবার( ২৫ মে)। এ উপলক্ষে সেদিন রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘অগ্নিগিরি’।

নজরুলের ছোটগল্প ‘অগ্নিগিরি’ অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী, মাসুম বাশার প্রমুখ।

এ গল্পের ভাষা, স্থান, কাল, পাত্র-পাত্রী সবই ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত। গল্পে দেখা যাবে, মাদ্রাসাপড়ুয়া এক শান্তশিষ্ট যুবক সবুর বীররামপুর গ্রামের পাটোয়ারি আলী নসীব মিঞার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে। সে নসীব মিঞার একমাত্র মেয়ে নূরজাহানকে আরবি পড়ায়। অত্যন্ত লাজুক স্বভাবের সবুর কখনও চোখ তুলে নূরজাহানের দিকে তাকায় না। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে গ্রামের দুষ্টু ছেলে রুস্তম ও তার সহযোগীরা উত্যক্ত করে সবুরকে। শেষ পর্যন্ত এক করুণ পরিনতির মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে।

সারাবাংলা/এজেডএস

অগ্নিগিরি ইয়াশ তটিনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর