Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরব-স্পর্শিয়া জুটির দ্বিতীয় ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মে ২০২৪ ১৭:৪৮

শফিকুল আলম পরিচালিত সিনেমা ‘সুস্বাগতম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। এটি তাদের জুটির দ্বিতীয় ছবি। শুক্রবার (২৪ মে) ছবিটি সারাদেশে মুক্তি পাচ্ছে।

বনবীথি মুভিজ প্রযোজিত এ ছবিটি প্রেমের হলেও একজন নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় ছবির গল্প। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। এমনটাই জানালেন পরিচালক।

নিরব বলেন, “সুস্বাগতম’ সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনে চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয়ই আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন।”

অর্চিতা স্পর্শিয়া সিনেমাটি বলেন, “নিরবের সঙ্গে এর আগে একটি সিনেমায় কাজ করেছি, আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’ এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালক কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।”

সারাবাংলা/এজেডএস

নিরব সুস্বাগতম স্পর্শিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর