আসছে ‘রাওডি রাঠোর’-এর দ্বিতীয় কিস্তি
২৯ মে ২০১৮ ১৫:৪৭ | আপডেট: ২৯ মে ২০১৮ ১৫:৪৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ছয় বছর পর সিক্যুয়ালে আসছে ‘রাওডি রাঠোর’-এর। ২০১২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটি তখন বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। পেয়েছিল ব্লক বাস্টার ছবির তকমা।
সোমবার (২৮ মে) ‘রাওডি রাঠোর’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন ছবির সহ-প্রযোজক সাবিনা খান। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার। ছবির মূল প্রযোজক হিসেবে আছেন বলিউডের নামজাদা চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
সিনেমার কাজ কবে থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত করেননি প্রযোজকেরা। সবাই আছেন বানসালির অনুমোদনের অপেক্ষায়। এ প্রসঙ্গে সাবিনা খান বলেন, ‘চিত্রনাট্য লিখতে বিজয়েন্দ্র প্রসাদ কিছুটা সময় নিয়েছেন। তবে এখন আমরা কাজ শুরু করার জন্য প্রস্তুত।’
‘রাওডি রাঠোর’ সিনেমার প্রথম কিস্তিতে অভিনয় করেন অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা। তবে দ্বিতীয় কিস্তিতে বলিউড এ খিলাড়ির বিপরীতে সোনাক্ষী থাকবেন কিনা সে বিষয়ে মুখ খোলেননি ছবির সহ প্রযোজক।
অক্ষয় কুমার এখন ব্যস্ত আছেন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গোল্ড’-এর শুটিংয়ে। ছবিটিতে তাকে দেখা যাবে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে।
সারাবাংলা/আরএসও/পিএ