Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট দিলেন আসাদুজ্জামান নূর, ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৩:৪১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৩:৫০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের ভোট চলছে। অন্যান্য শিল্পীদের মতো এই নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও প্রথিতযশা শিল্পী আসাদুজ্জামান নূর।

ভোটকে উৎসব অভিহিত করে আসাদুজ্জামান নূর বলেন, নির্বাচনের পর সবাই সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদী।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে একটু দেরিতে সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। প্রথম ভোটটি দেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

আরও পড়ুন- জয়ের ব্যাপারে আশাবাদী মাহমুদ কলি

পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক, নায়িকাসহ শিল্পীদের আগমনে মুখরিত এফডিসি প্রাঙ্গণ। এর মধ্যে সকাল ১১টার দিকে এফডিসিতে ভোট দিতে যান অভিনেতা আসাদুজ্জামান নূর।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নূর বলেন, নির্বাচনে ভোট দেওয়া আমার কর্তব্য। তাই ভোট দিতে এসেছি। আমার পছন্দ অনুযায়ী শক্তিশালী প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রচার হবে, আমরা সেই অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচিত করব।

তিনি আরও বলেন, নির্বাচনের পরে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। নির্বাচন শুধু মাত্র একটা নিয়ম। এটা একটা উৎসব।

শিল্পী সমিতির প্রার্থীদের প্রতি কোনো প্রত্যাশা আছে কি না— জানতে চাইলে আসাদুজ্জামান নূর বলেন, সব শিল্পীর দের যেটা প্রত্যাশা, আমারও প্রত্যাশা সেটাই। গত নির্বাচনের ঘটনা পুনরাবৃত্তি হওয়া বাঞ্ছনীয় নয়। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।

আরও পড়ুন-

কড়া পুলিশি পাহারায় চলছে নির্বাচন

বিজ্ঞাপন

ভোট দিতে পারছেন না শাকিব-জায়েদ খান

এটা নিজেদের ডেকে নিজেরা অপমান করা: রুবেল

শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে ৫টা পর্যন্ত

সারাবাংলা/এজেডএস/টিআর

চলচ্চিত্র শিল্পী সমিতি টপ নিউজ শিল্পী সমিতির নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর