Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উজ্জ্বল-ঝুমুরের প্রেমের কাঁটা সন্ত্রাসী শফিক!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৮:০০

উজ্জ্বল ও ঝুমুরের প্রেমের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ভয়ংকর সন্ত্রাসী শফিক। যে কিনা কাউকে মারার আগে ১ মিনিটও ভাবে না। এমনই এক তুমুল প্রেমের ভয়ংকর গল্প নিয়ে এই ঈদে চমকে দিতে যাচ্ছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।

সিএমভি’র ব্যানারে ‘হৃদয়জুড়ে তুমি’ নামের এই বিশেষ নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী আর নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

নির্মাতা জানান, এটা মূলত প্রেমের একটি গল্প। প্রেমিকার জন্য একজন প্রেমিক কী কী করতে পারে, সেই নজিরও থাকছে এতে। থাকছে প্রেমিক বনাম সন্ত্রাসী হবু স্বামীর মধ্যে অন্যরকম লড়াই। যে লড়াইয়ে শেষ পর্যন্ত কে হারে কে জিতে, সেটা জানার জন্য দেখতে হবে পুরো নাটকটি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনে ‘হৃদয়জুড়ে তুমি’ উন্মুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

তানজিন তিশা মুশফিক ফারহান হৃদয়জুড়ে তুমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর