Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোভান, নিহা ও সাদিয়াকে নিয়ে আরিয়ান চমক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৪ ১৭:৪০

মিজানুর রহমান আরিয়ান মানেই বিশেষ কিছু। কারণ ‘সংখ্যায় কম, মানে উন্নত’, এই অদৃশ্য নীতি ধরে শুরু থেকে কাজ করে আসছেন এই নির্মাতা। তারই আরেকটি বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে এই ঈদে, তার একমাত্র নির্মাণ দিয়ে।

হুম, এই ঈদে শতাধিক নাটকের ভিড়ে আরিয়ান মাত্র একটি কাজই করেছেন। সেটি হলো ‘তখন যখন’।

আরিয়ানের চিত্রনাট্য ও নির্মাণে বিশেষ এই নাটকটি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, নিহা ও সাদিয়া আয়মান। যেখানে তিনজনকে দেখা যাবে সহপাঠী তথা বন্ধুর চরিত্রে।

কাজটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা লাভ ট্রয়াঙ্গেল। বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে। সেই সময়টাতে কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে। তেমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি। বাকিটা আর বলছি না।’

নির্মাতা জানান, এখন তিনি ব্যস্ত আছেন একটি ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তবে দর্শক প্রত্যাশার কথা ভেবে ঈদ উপহার হিসেবে নির্মাণ করেছেন ‘তখন যখন’।

এদিকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তখন যখন’ তাদের ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নির্মাণ। যা ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

আরিয়ান জোভান নিহা সাদিয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর