Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেন্ট ক্রিয়েশন বেস্ট অ্যাওয়ার্ড পেল বিটিভি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৮:৪৯

World Nomads Media Fellowship এর আওতায় ডিজিটাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন বেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে বাংলাদেশ টেলিভিশন। ফেলোশিপ প্রোগ্রামের আওতায় বিটিভি’র ফেলো নির্মিত ‘Egypt Unveiled’ ২০২৩ সালের সেরা কনটেন্ট হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ও নিয়ন্ত্রক (ডিজাইন) আনোয়ার সাদাত রবি মর্যাদাপূর্ণ এই ফেলোশিপ অর্জন করেন এবং প্রামাণ্য কন্টেন্টটি নির্মাণ করেন।

এই ফেলোশিপে ইউরোপ এশিয়া আমেরিকার ৩৮টি দেশের ৭৬ জন পেশাদার গণমাধ্যমকর্মী অংশ নেন। এদের তৈরি ১২৪টি ডিজিটাল কন্টেন্টের মধ্যে বিটিভি প্রতিনিধিদের প্রস্তুতকৃত ‘Egypt Unveiled’ বছরের সেরা কন্টেন্ট হিসেবে নির্বাচিত হয়। ক্ষুদে প্রামাণ্য ‘Egypt Unveiled’-এ মিশরের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যসহ শৈল্পিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

কনটেন্ট ক্রিয়েশন বেস্ট অ্যাওয়ার্ড বিটিভি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর