Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জায়েদ খানের ‘ডিগবাজি’ ইস্যুতে প্রশ্ন ছুঁড়লেন পারভেজ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৪ ১৭:৫৫

চিত্রনায়ক জায়েদ খান মজার ছলে ডিগবাজী খেয়ে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এমনই ভাইরাল ও বিখ্যাত হয়েছে তার এ ডিগবাজী এখন সিনেমা প্রোমোশনে কিংবা যে কোন অনুষ্ঠানে গেলেই এ তারকার কাছে অনুরোধ আসে ডিগবাজী খাওয়ার। এদিকে জায়েদ খানের এ ডিগবাজী ইস্যুকে নতুন করে উসকে দিলেন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

মঙ্গলবার পারভেজ ফেসবুকে লিখেছেন-‘সংগীতের পাশাপাশি ‘ডিগবাজী শিল্প চর্চা’ শুরু করবো কিনা ভাবছি। কি বলেন সবাই?’ সাথে জুড়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জানতে চাইলে পারভেজ সাজ্জাদ বলেন, “আসলে যে অবস্থা ইন্ডাস্ট্রির, এখানে নতুন গান গাইবো, রিলিজ করবো নাকি বিভিন্ন কৌশলে বিনোদন দিয়ে জনপ্রিয়তা অর্জন করবো সেটা নিয়ে ভাবছি। আমি যেমন একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত। জায়েদ খানও একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। কিন্তু কোন কারণে তিনি মজা করে একটা ডিগবাজি খেয়েছেন। এখন তার সেই ডিগবাজি আলোচিত এবং ভাইরাল । আমার প্রশ্নটা সকলের উদ্দ্যেশ্যে।”

প্রসঙ্গত ২০০৮ সালে হৃদয় খানের সংগীত পরিচালনায় হৃদয়মিক্স ওয়ান অ্যালবাম-এ ‘যাবি যদি উড়ে দূরে’ গানটি দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন শিল্পী পারভেজ সাজ্জাদ। তারপর ২০০৯ এ ‘পথ’, ২০১২ তে ‘প্রহর’, ২০১৬-তে ‘পাগল’ নামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ডিজে রাহাত-কে সাথে নিয়ে রিলিজ করেন তার বহুল আলোচিত ফোক ম্যাশআপ-২০১৯।

সর্বশেষ ২০২৩ সালে কাজল আরেফিন অমি পরিচালিত হোটেল রিল্যাক্স এ অদিতের সংগীত পরিচালনায় টাইটেল গান ‘রিল্যাক্স’- প্রকাশিত হয় পারভেজ-এর কন্ঠে। এছাড়াও বেশ কিছু সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

জায়েদ খান ডিগবাজি পারভেজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর